ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বিএনপির নেতা ও পশ্চিম শৌলজালিয়া গ্রামের মৃত আলহাজ্ব মোকছেদ আলীর পুত্র সৈয়দ আব্দুল কাইয়ুমের জমি গতকাল সকালে জোর পূর্বক দখল করার অভিযোগে কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দিয়েছেন সৈয়দ আব্দুল কাইয়ুম। অভিযোগ সুত্রে জানাজায়, শৌলজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকির হোসেন মীর ও সৈয়দ আব্দুল কাইয়ুমের সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বৈঠকের তারিখ দেয়া হলেও শালিশিদের অমান্য করে গতকাল সকালে মোঃ জাকির হোসেন মীর, মোঃ সেলিম আকন, মোঃ সজীব মীর, মোসাঃ খুশি বেগম, মোঃ মেহেদী হাসাসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে বিরোধীয় জমিতে জোর পূর্বক ঘর উত্তোলন করেন। পরে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তোলনের কাজ বন্ধ করে মিমাংসা করার কথা বলে কাজ বন্ধ করেন। এ ব্যাপারে অভিযুক্ত মোঃ জাকির মির বলেন আমাদের জমিতে আমরা ঘর উত্তোলন করি।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি