ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মো: কামরুল হাসান কাজল কে আহবায়ক, আবু সুফিয়ান পারভেজ কে যুগ্ম আহ্বায়ক ও এস এম. মনিরুজ্জামান কে সদস্য সচিব করে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
আজ ২৭ ডিসেম্বর শুক্রবার এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক একুশের কন্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি রাহিমুল ইসলাম রিদয় , দৈনিক দেশ সেবা পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রোফ মন্ডল
কমিটি গঠন প্রসঙ্গে সদস্য সচিব এস এম মনিরুজ্জামান বলেন, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের পেশাগত মানউন্নয়ন, পারস্পরিক যোগাযোগ সমন্বয়, কল্যাণসহ বিভিন্ন ইতিবাচক সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধির প্রয়াসে এ কমিটি গঠন করা হয়েছে।
পরে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠনের ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।