মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহর একটি আভিযানিক দল ২৬ ডিসেম্বর ২০২৪ দুপুর অনুমান ১ টায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন দত্তপুর (কানুরামপুর পূর্ব বাজার) ময়মনসিংহ টু ভৈরবগামী মহাসড়কের দক্ষিণ পাশে ‘জাহাঙ্গীর কম্পিউটার এন্ড টেলিকম’ নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে
এসময় মোঃ হারুনুর রশিদ (৩৮), পিতা- মোঃ সিদ্দিক মিয়া, সাং-নাতিরাবাদ, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ ও মোঃ মঞ্জুর (২৭), পিতা-মৃত মফিজুল, সাং-সামেদ মণ্ডল পাড়া, থানা-শিবপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩,৪০,০০০/- টাকা।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
মোঃ নাজমুল ইসলাম, পিপিএম-সেবা
সিনিয়র সহকারী পুলিশ সুপার,
মিডিয়া অফিসার, অধিনায়কের পক্ষে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।