স্টাফ রিপোর্টার::
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের মসজিদের পাশাপাশি মাঝহাটির ৩ টি পরিবারের বসত ভিটা আগুন লেগে জ্বলে ছাই হয়ে গেছে। পরিবারগুলো হলো(১)আব্দুর রশীদ ওরফে রহিদ আলী (৮০) পিতা মৃত আব্দুস ছামাদ পরিবারের সদস্য সংখ্যা ৩জন।(২) হাফিজুর রহমান (৫৫) পিতা আব্দুর রশীদ পরিবারের সদস্য সংখ্যা ৬ জন।(৩) ফয়জুর রহমান (৫০)পিতা মৃত ইব্রাহিম আলী পরিবারের সদস্য সংখ্যা ৭জন। রান্না ঘর থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে সারা ঘরে আগু লেগে যায়। চিল্লা চিল্লে শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে দেখে আগুন মানুষের নিয়ন্ত্রণের বাহিরে।তারপরও সারা গ্রামের মানুষ মিলে অনেক সময় দরে কলস বালতি দিয়ে পানি দেওয়াতে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুল লাগা ঘরের পাশে একনাগাড়ে প্রায় ৩০০ পরিবারের একছালে ঘর ছিল। ।ভাগ্যক্রমে পাশে ৪০/৫০ হাত জায়গা খালি ছিল নতুবা সারা গ্রাম জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল।৩ টি পরিবারের আসবাবপত্রসহ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২/১৩ লক্ষ টাকা।নগদ ক্যাশ ছিল প্রায় ৩ লক্ষ টাকা।৩ টি পরিবারের ঘরের কোনো আসবাবপত্র অবশিষ্ট কোনো কিছুই নেই। মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ঘরে গর্ভবতী মহিলা, বৃদ্ধ, শিশুসহ অনেকেই ছিল।তাদেরকে মানুষ প্রথমেই নিরাপদ জায়গায় বের করে আনা হয়েছিল।
২৭-১২-২৪