জয় ই মামুন বিশেষ প্রতিবেদকঃ মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মালুটিয়া গ্রামের করিখোলা মৌজায় হাজী ইট ভাটার পুর্ব পাশে সকাল থেকে ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে এসময় এলাকা বাসি খবর পেয়ে বিএনপির নেতৃবৃন্দদের খবর দেয় খবর পেয়ে বিএনপির নেতৃবৃন্দ ঘটনা স্থলে পৌছে ১ টি ভেকু ও ৩ টি ট্রাক আটক করে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন কে জানায় তিনি বিষয়টি মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইন ব্যবস্হা নিতে বলেন অসি এস এম আমান ৪ সদস্যদের ১ টিম ঘটনা স্থলে পাঠায় এর আগে ইউনিয়ন ভুমি অফিসের নায়েব ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসার কে ঘটনা স্থল এর বর্ণনা দেয় আটিগ্রাম ইউনিয়ন বিট অফিসার মানিকগঞ্জ সদর থানার এস আই পরিমল সরকার এবং ইউনিয়ন ভুমি অফিসের নায়েব পরামর্শ করে ১ টি ভেকু ও ৩ টি ট্রাক আটক করে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে যায় এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ ছোরহাব হোসেন,মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ইন্জিনিয়ার রাজ্জাক, মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আতিকুর রহমান আতিক কৃষক দল মানিকগঞ্জ সদর উপজেলার যুগ্ন আহবায়ক সেলিম কায়ছার কৃষক বাচাঁও কৃষি জমি বাচাঁও আন্দোলনের অন্যতম সমন্বয় আটিগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী জয় ই মামুন সেচ্ছাসেবক দলের আটিগ্রাম ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক ওয়াসিম আহাম্মেদ আটিগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী এস এম রুস্তম আলী, যুবদল নেতা পিয়াল চৌধুরী, যুবদল নেতা লুৎফর রহমান খালেক, ছাত্র দল নেতা রিদয় আহাম্মেদ, যুবদল নেতা হাবিবুর রহমান, যবদল নেতা আলিমুর রহমান,সহ আটিগ্রাম ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন এর নেতৃবৃন্দ এসময় কৃষক বাচাঁও কৃষি জমি বাচাঁও আন্দোলন এর সমন্বয় জয় ই মামুন বলেন প্রসাশনের সার্বিক সহযোগিতায় এরকম অভিযান অব্যহত থাকলে আটিগ্রাম ইউনিয়ন এর কৃষি জমি রক্ষা পাবে আমার বুকে এক ফুটা রক্ত থাকা অবস্থায় আটিগ্রাম ইউনিয়ন এর একমুঠো মাটি ভুমি খেকো মাটি ব্যবসায়ীদের আয়ে উৎস হতে পারে দেব না বিড়ালের মত ৬০ বছর বাঁচার চেয়ে সিংহের মত ১ ঘন্টা বাচঁব এই ইউনিয়ন মাটি কৃষকদের বাঁচার একমাত্র আয়ের উৎস এই মাটি জীবন দিয়ে হলেও রক্ষা করব। পরিশেষে এলাকাবাসী প্রশাসন এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।