মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি
ভোলায় হতদরিদ্র গরীব- দুঃখী ও শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২’শত পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অদ্য ২৭ ডিসেম্বর রোজ (শুক্রবার) ১০ ঘটিকার সময়,১১নং ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বায়তুস সুন্নাহ মাদ্রাসার প্রধান কার্যালয়ের সামনে আমিন মিয়া বাড়ির দরজায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। মাহাবুব ইসলামের কন্ঠে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
মাকসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার ভোলা জেলা সভাপতি নেওয়াজ শরীফ, মোঃ অলি উল্লাহ মাস্টার, মোঃ ডা. জাহাঙ্গীর, মোঃ হারুন অর রশিদ, মোঃ কামরুল হাছান মাস্টার, মোঃ সিরাজুল ইসলাম মাস্টার, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, মোঃ আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন প্রমূখ।
অতিথিরা বক্তব্যে বলেন, দেশে এখন তীব্র শীত। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, আমাদের এরূপ জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সভাপতি রফিকুল ইসলাম জানান।
আয়োজনে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ পিয়াস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, অর্থ সম্পাদক মোঃ বেল্লাল, প্রচার সম্পাদক নুর নবী, কার্য নির্বাহী সদস্য মোঃ নাসিম, শুভ্র, মোঃ দেলোয়ার, মোঃ দেলোয়ার, মোঃ আজাদসহ প্রমূখ