আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজিপুর জেলা শ্রীপুর উপজেলা গাজিপুর ইউনিয়ন গাজীপুরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আফতাব উদ্দিন সাহেবের ছোট ভাই। তার আর একটি পরিচয় তিনি হাজী ছোট কলিমের নাতি,
তিনি একজন আদর্শ শিক্ষক। তবে জাতীয়তাবাদী আদর্শের হওয়ায় আওয়ামীলীগের ষ্টিমরোলারে পিষ্ট হয়েছেন তিনি বারবার।
তিনি কালিগঞ্জ শ্রমিক কলেজে চাকুরী করতেন, সেখান থেকে চলে এসে গাজীপুরের জাতীর পিতা কলেজেও দায়িত্ব পালন করেন, পরে তাকে বরখাস্ত করেন সাবেক এমপি আ, ক, ম, মোজাম্মেল হক। আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় তাকে বিনা কারণে চাকুরীচ্যুত করা হয় বারবার। ২০১৭ সালে ঢাকার ধানমন্ডির আইডিয়াল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব নেন, সেখান থেকেও তাকে বরখাস্ত করেন সাবেক মেয়র তাপস। উনার দোষ ছিল তিনি বিএনপি করেন, তার পরিবার বিএনপি করেন। গাজীপুর ইউনিয়ন উনার বাবা থেকে শুরু করে সবাই আওয়ামী বিরোধী হিসেবে পরিচিত। এটাই ছিল অপরাধ।
উনার বাবার প্রতিষ্ঠিত গাজীপুর উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা করেন এলাকার গুনি জনেরা থেকে শুরু করে সকল মহল। উনি বলেন সবাই সহযোগিতা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আগামীতে।