তুষার ইমরান, লালপুর (নাটোর) প্রতিনিধি:
লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা অপপ্রচারমূলক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সেখানে যে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে তিনি সম্পৃক্ত নন। এটি তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। তিনি এই মিথ্যা ও মানহানিকর পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
হারুনুর রশীদ পাপ্পু আরও বলেন, তিনি ও তার দলের নেতাকর্মীরা কোনো সন্ত্রাসী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত নন। বরং তিনি উপজেলা প্রশাসনের সঙ্গে থেকে সাধারণ মানুষকে উসকানিমূলক কার্যক্রম থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মিথ্যা তথ্য ছড়িয়ে জাতির সামনে গুজব উপস্থাপন করছে এবং এই ধরনের অপপ্রচার তাদের ‘গুজবলীগ’ হয়ে ওঠার প্রমাণ।
তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তার বিরুদ্ধে আনিত ২০টি অভিযোগের একটিও যদি কেউ প্রমাণ করতে পারে, তবে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ মানুষের ওপর যে নির্যাতন চালিয়ে এসেছে, তার পট পরিবর্তনের ফলে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে দাবি করেন তিনি।
হারুনুর রশীদ পাপ্পু বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার লালপুরের জনগণ কখনোই গ্রহণ করবে না। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের দাবি জানিয়ে বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সুনাম নষ্ট করার চেষ্টা কখনোই সফল হবে না।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে হারুনুর রশীদ পাপ্পুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিভিন্ন ঘটনার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।