স্টাফ রিপোর্টার
আগামী পৌরসভা নির্বাচনে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান সামারীন রাজার বৈঠকখানায় দেখা যায় মানুষের আনাগোনা। তাদের কেউ নিজের সমস্যা, কেউ অন্যের সমস্যা বলতে এসেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত একে একে নিজের মত করে ভালো-মন্দ সবই খুব কাছ থেকে মন খুলে বলছেন তারা। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে যে মানুষটির নাম উঠে আসে তিনি হচ্ছেন মরমি কবি দেওয়ান হাছন রাজার সুযোগ্য উত্তরসূরী ও সুনামগঞ্জ পৌরসভার তিন বারের জনপ্রিয় চেয়ারম্যান প্রয়াত দেওয়ান মমিনুল মউজদ্দিন এর ছোট ভাই লেখক,গবেষক বিশিষ্ট সমাজসেবক দেওয়ান সামারীন রাজা। পৌরশহরের প্রতিটি মহল্লার মানুষ তাকে ‘সামারীন ভাই’ নামে চেনেন। মেয়র হয়ে পৌরশহরের রাস্তাঘাট, হাট-বাজার, বিদ্যুৎ,পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা সহ পানি নিষ্কাশন ও স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে গর্ব করার মত একটি বৈশম্যহীন পৌরসভা উপহার দিতে চান তিনি।
আমির হোসেন
স্টাফ রিপোর্টার