মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ পেশাজীবী অধিকার পরিষদ জেলা শাখার নবগঠিত কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় নগরীর চরপাড়া মোড়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অত্র পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাক্তার একেএম সিদ্দিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট মাহতাব উদ্দিন।
আলোচনায় অংশ গ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাজাহারুল ইসলাম জুয়েল ও সোলায়মান হাসান,ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক এস এম আব্দুল হাই,দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান,সমাজসেবা বিষয়ক সম্পাদক সৈয়দা মারজিয়া সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইনবে মাসুম প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকলকেই ফুলের মালা দিয়ে একে অন্যকে বরণ করে নেন।