মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক কে আদালত অপমাননা করার দায় গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায় যে গোপালগঞ্জ সদর থানার একটি মামলায় ডা. ফারুক আহমেদকে ১২ ডিসেম্বর ওই রেজিস্ট্রারসহ সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। তিনি ওই তারিখে হাজির হয়নি। পরবর্তী তারিখ ১৭ ডিসেম্বর তাকে আদালতে হাজির না হওয়ার কারণ দর্শাতে নোটিশ করা হয়। তিনি ওই তারিখেও নোটিশের জবাব দেননি। ১৯ ডিসেম্বর আদালত অবমননার দায়ে তার বিরুদ্ধে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানার আদেশ দেওয়া হয়।
সেই সুবাদে গতকাল আনুমানিক ৮/৪৫ মিনিটে, গ্রেফতার করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। আজ সকাল ৯/৩০তাকে বিজ্ঞ আদালতে প্রণ করা হয়,।
বিষয়টি নিশ্চিত করেন, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ,মির মোহাম্মদ সাজেদুর রহমান ।