মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হতদরিদ্র গরীব-দুঃখী ও শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা তাদের উদ্যোগে একশত পঞ্চাশ’টি (১৫০) পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অদ্য ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টায় ১ নং মদনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ১০২ নং চরপদ্মা মকবুল আহাম্মদ সরকারি প্রাঃ বিদল্যায়ের প্রাঙ্গণে কম্বল বিতরণনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন আবু নাঈম।
সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ভোলা আলতাজের রহমান ডিগ্রি কলেজের প্রভাষক (বাংলা) মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ১০২ নং চরপদ্মা মকবুল আহাম্মদ সরকারি প্রাঃ বিদল্যায়ের প্রধান শিক্ষক মোঃ শিহাব আহম্মেদ।
উপদেষ্টাবৃন্দরা বলেন, দেশে এখন তীব্র শীতে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন একটি বিচ্ছিন্ন চরঅঞ্চল। সেখানকার মানুষজন প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসতেছে। বর্তমানের শীতের ভয়াবহতায় চরঅঞ্চলের মানুষের স্বাভাবিক জীবন যাপনে ব্যঘাত সৃষ্টি করতেছে। অনেকেরই ঘরে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ নেই। সেই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়াতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চরঅঞ্চলগুলোতে মানুষের শীত নিভারনের জন্য ১’শ পঞ্চম পিস কম্বল নিয়ে আজকে মদনপুর ইউনিয়নসহ ভোলার বিভিন্ন জায়গায় এ কম্বল বিতরণ করতেছে।
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতির সমাপ্তির বক্তব্যে নেওয়াজ শরীফ বলেন, মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক একান্ত দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের’ই অংশ।তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এরূপ জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আয়োজনে উপস্থিত ছিলেন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু নাঈম, মহিলা বিষয়িকা সম্পাদক আমেনা বেগম, শিশু বিষয়িকা সম্পাদক আয়শা আক্তার, কার্য নির্বাহী সদস্য মোঃ নাসিম, নুর জাহান নিলা, মোঃ বশির, মোঃ শফিকুল ইসলাম’সহ প্রমূখ।
আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বাংলা ভোলা জেলা প্রতিনিধি মো: সোহেল জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন, প্রতিদিন বরিশাল পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ সবুজ খান।