মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার( ২৮ ডিসেম্বর) রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরার নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বী করেন। রহনপুর ইউনিয়নের যুগ্মআহবায়ক আজিবুর রহমান ও সিনিয়র যুগ্মআহবায়ক শহীদুল ইসলাম। ভোটে আজিবুর রহমান টিয়া প্রতিক ২২২ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম মই প্রতিক ১৭৯ ভোট পেয়েছেন। এছাড়া শহিদুল ইসলামকে সহসভাপতি নির্বাচিত করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ,সম্পাদক ফজলুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ের সভাপতি রফিকুল ইসলাম রানা, গোমস্তাপুর ইউনিয়ের সভাপতি আবু রায়হান,রাধানগর ইউনিয়ের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুবনেতা সাজ্জাদ আলীসহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন এই কমিটি।