আজ ২৮ ডিসেম্বর শনিবার, পুনরায় নাগেরবাজার থানা সাফল্য অর্জন করলো, বেশ কিছু লোকের সাইবার ক্রাইম হয়েছিল, আর সেই সাইবার ক্রাইম হওয়া ২৫ লক্ষ টাকা উদ্ধার করে প্রতারিত হওয়া মানুষের হাতে চেক ডিস্ট্রিবিউট করলেন।
উপস্থিত ছিলেন এসিপি দমদম টুলটুল বিশ্বাস , নাগেরবাজার থানার ওসি তরুণ দেবনাথ ও অন্যান্য আধিকারিকরা
যে সকল মানুষ প্রতারিত হয়েছিলেন, আজ তারা সেই টাকার চেয়ে ঘাতে পেয়ে খুশি, তাহারা জানালেন আমরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছি কখনো অনলাইনের মধ্য দিয়ে কখনো , একাউন্টের পাসওয়ার্ড এর মাধ্যমে, তাহারা বুঝিতে না পারায় প্রতারিতদের হাতে পড়েছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা নাগেরবাজার থানা ও সাইবার ক্রাইম অফিসারদের সহযোগিতায় টাকা ফেরত পেয়ে খুশি, সকলের কাছে তারা কৃতজ্ঞ, তারা ভাবেনি যে তাদের টাকা এত তাড়াতাড়ি ফেরত পাবেন, সকল অফিসারদের ধন্যবাদ জানালেন প্রতারিতরা। তবে এবার থেকে তাহারা সোজাগ হওয়ার চেষ্টা করবেন হলে জানালেন, যেন কেউ এই ভাবে প্রতারিত না হয়।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ)