মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ২৯/১২/২০২৪ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ২ নং গাড়াদাহ ইউনিয়ন এর গাঁড়াদাহ দক্ষিণ পাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে ১৭ তম বিরাট ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইসলামী জালসায় সভাপতি ছিলেন জনাব মো: আবু মুসা জয়েন্ট কর - কমিশনার ঢাকা ব্যাস্থতার কারণে সভাপতি মহোদয় উপস্থিত হতে পারেননি সভাপতি মহোদয় এর অনুপস্থিতে জালসায় সভাপত্বি করেছেন জনাব মো : ডা: আব্দুল খালেক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগ ও অএ জামে মসজিদ ( সভাপতি ) প্রধান অতিথি জনাব মো : আব্দুল জব্বার সিনিয়র সহ- সভাপতি উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গাঁড়াদাহ ইউনিয়ন পরিষদ। উক্ত ইসলামী জালসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা রেখেছেন হযরত মাওলানা মো: রজব আলী ছাবেরী সাহেব দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা রেখেছেন হযরত মাওলানা মো : হাতেম আলী জিহাদী সাহেব তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা রেখেছেন হযরত মাওলানা মো : আব্দুল আলীম সিরাজী সাহেব ( খতীব পেশ জুম্মা নামাজের ইমাম অএ জামে মসজিদ ) চতুর্থ বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা রেখেছেন হযরত মাওলানা মো : শাহ মখদম আলী ( পেশ ইমাম অএ জামে মসজিদ ) পঞ্চম বক্তা হিসেবে উপস্থিত থেকে আমলধারী আলোচনা রেখেছেন হাফেজ মো: সাব্বির রহমান তালগাছী মাদানীতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী । উক্ত ইসলামী জালসায় নগদ টাকা দানের পরিমাণ - ৩ লাখ ৩৬ হাজার আটশত ৬৫ টাকা ও বাকী - ( ধান - ১৬ মণ ১০ সের )
( সিমেন্ট - ৫৫ বস্তা )
( বাকী টাকার পরিমান - ৩৮ হাজার ৮০০ টাকা )
পরিশেষে সভাপতি মহোদয় এর সমাপনী বক্তব্যর মাধ্যমে প্রধান বক্তার দোয়ার হালাতে জালসা সমাপ্তি ঘোষণা করেন।