1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
শাহজাদপুরে সরিষার মাঠে কৃষকের স্বপ্নের দোলা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প ২০২৪ কে বিদায় জানাতে এবং ২০২৫ কে বরণ করে নিতে মানুষের ঢল কলকাতা জুড়ে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার ও ভারতীয় নাগরিকসহ আটক ৫ পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান প্রদান রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি কিংবদন্তর সংগীত শিল্পী শেফালী ঘোষের প্রয়াণ দিবস আজ: আনুষ্ঠানিকভাবে উন্মোচন কমিউনিস্ট পার্টি-ইউসিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা হ্যাঁপি নিউ ইয়ার দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করেছেন ফোরকান উল্লাহ চৌধুরী

শাহজাদপুরে সরিষার মাঠে কৃষকের স্বপ্নের দোলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

 

মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ২৯/১২/২০২৪ ইং

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তৃত মাঠে সরিষার হলুদ ফুল দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। পৌষের শীতল বাতাসে দুলতে থাকা হলুদ সরিষার ফুল প্রকৃতির সাজকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। শীতের শিশির ভেজা সকালে সরিষার সবুজ গাছে ফুটে থাকা হলুদ ফুলগুলো সোনালি রোদে ঝিকিমিকি করছে। মাঠ জুড়ে ছড়িয়ে থাকা সরিষার ফুলের অপূর্ব দৃশ্য প্রাণ ছুঁয়ে যায়।

আমন ও বোরো মৌসুমের মাঝামাঝি সময়ে জমি ফেলে না রেখে দুই ফসলি জমিকে তিন বা চার ফসলি জমিতে রূপান্তর করার জন্য সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন শাহজাদপুর উপজেলার কৃষকরা। সরিষা চাষের খরচ কম এবং বাজার মূল্য ভালো হওয়ায় এটি কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয়। গত কয়েক বছরে নতুন জাত উদ্ভাবনের ফলে সরিষার ফলন আগের তুলনায় অনেক বেড়েছে। বারি, টরি এবং বিনা উদ্ভাবিত জাতগুলোর ফলন প্রচলিত দেশি জাতের তুলনায় বেশি। ফলে কৃষকরা এই শস্য চাষে আগ্রহী হচ্ছেন।

স্থানীয় কৃষক মো. রওশন আলী খান বলেন, অনেক বছর ধরেই সরিষা চাষ করছি। এ বছরও সাড়ে ৫ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আবহাওয়া অনুকূল থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ না থাকায় এবার ভালো ফলন হবে বলে আশা করছি।

শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ বলেন, সরিষা চাষ বোরো ধানের আগের একটি বাড়তি অর্থকরী ফসল। চাষের খরচ ও সময় দুটোই কম হওয়ায় এটি কৃষকদের কাছে জনপ্রিয়। দেশের ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার সরিষাকে বিকল্প ফসল হিসেবে গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগে কৃষকদের বিনামূল্যে ১০ হাজার ২০০ জনকে সরিষা বীজ, ডিএপি সার এবং এমওপি সার দেওয়া হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।

এ বছর উপজেলার ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে সোনালি-৭৫ জাতের ১,৯৫০ হেক্টর, বারি-৯ জাতের ১৩৫ হেক্টর, বারি-১৪ জাতের ৮,৭২৫ হেক্টর, বারি-১৭ জাতের ১,৬৬০ হেক্টর, টরি-৭ জাতের ২,৬৪০ হেক্টর এবং অন্যান্য উন্নত জাতের সরিষা চাষ হয়েছে।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হোসনেয়ারা বিলকিস জানান, গত বছরের তুলনায় এ বছর সরিষা আবাদ বেশি হয়েছে। আগাম সরিষার ফুল ২ সপ্তাহ আগে থেকেই ফুটেছে। আমরা ফলন বৃদ্ধি ও রোগবালাই দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি।

সরকারের নেয়া বড় প্রকল্প এবং কৃষি কর্মকর্তাদের সহযোগিতার মাধ্যমে সরিষার চাষ শাহজাদপুরসহ সারা দেশে আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি