মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে গভীর রাতে সাদ পন্থীদের হামলা, হত্যাকান্ডে জড়িতদের বিচার ও তাদের সংগঠনের সকল কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শহরে এ সমাবেশ করেছে সর্বস্তরের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। সমাবেশে শুরাঈ নেজামের জয়পুরহাট জেলার সাথী আলহাজ্ব আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন পাঁচবিবি বায়তুল নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা জোবায়ের হোসেন, হুমায়ুন কবীর, আমিরুল ইসলাম, মামুনুর রশিদ, আনোয়ার হোসেন, মিজানুর রহমান ও সাইফুল ইসলাম।
মুফতি যুবাইর মাহমুদ সাহেবের সঞ্চালনায় সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে টঙ্গীর ইজতেমা মাঠে গভীর রাতে সাদ পন্থীদের হামলা, হত্যাকান্ডে জড়িতদের বিচার ও তাদের সংগঠনের সকল কার্যক্রম বন্ধের দাবী জানান।
সমাবেশের আগে জোবায়ের পন্থীদের এই সংগঠনের নেতা কর্মীরা পাঁচবিবি উপজেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে।