বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
সিন্দুর খাঁন ইউনিয়নের সিন্দুরখান চা বাগান সংলগ্ন ধান ক্ষেতে গতরাত ১১ঘটিকায় কনকনে শীতের কারণে একটি বিরল প্রজাতির হিমালয়ান গিন্নী শকুন মুখ থুবরে অসুস্থ্য হয়ে পড়েছিল। এসময় এলাকার বাচ্চারা শকুনটিকে নিয়ে খেলা করতে ছিলো। বিষয়টি সিএনজি চালক বদরুল আলম দেখে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল কে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনেরর পরিচালক স্বপন দেব সজল রাত সাড়ে ১১ ঘটিকায় ঐস্থানে পৌছে বিরল প্রজাতির হিমালয়ান গিন্নী শকুনটি উদ্ধার করে নিয়ে আসেন। বাসায় এনে হিমালয়ান গিন্নী শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিলে শকুনটি সুস্থ্য হলে আজ ২৯ ডিসেম্বর সকালে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ও রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান। বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনেরর পরিচালক স্বপন দেব সজল জানান, বিরল প্রজাতির হিমালয়ান শকুর সচরাচর এখন দেখা মিলে না। তিনি বলেন, প্রায় সময়ই বিভিন্ন প্রজাতির পশু পাখি লোকালয় হতে উদ্ধার করে পরবর্তীতে বনবিভাগের মাধ্যমে অবমুক্ত করে থাকি।