মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা আহছানিয়া মিশনের গত তিনটি মেয়াদে বিনাভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলসহ তার দোষর কার্যনির্বাহী কমিটির দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসরণ, আয়-ব্যয়ের অডিট, ভুয়া সদস্য বাতিল এবং গোপনে অগঠতান্ত্রিকভাবে বাতিলকৃত সদস্যদের পুর্নবহাল ও উজ্জলসহ তার দোষরদের সদস্য পদ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা আহছানিয়া মিশনের সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও মিশন মসজিদের মুসুল্লীসহ সর্বস্তরের জনগনের ব্যানারে রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহীদ নাজমুল সরণীতে অবস্থিত মিশন মসজিদের সামনে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আহছানিয়া মিশনের প্রাক্তন সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক এর সভাপতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলীনুর খান বাবুল, আহছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্সি, মিশন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, আবু দাউদসহ স্থানীয় মুসল্লি ও ব্যবসায়ীবৃন্দ।