মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ২৯/১২/২০২৪ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুরে হাইব্রিড বিএনপি নেতাদের দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল মামুন হোসেন জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মির্জা স্বপন, ইউনুস, ছাত্রদল নেতা আরিফ, বিশাল ও পৌর ছাত্রদল নেতা অন্তর, বিশাল ইমন সহ শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল মামুন হোসেন জুয়েল বলেন, কিছু হাইব্রিড বিএনপি নেতার চাঁদাবাজি, অবৈধ বালু মহাল ও দখলবাজির কারণে শাহজাদপুর উপজেলা বিএনপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডা. এমএ মুহিতের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত আন্দোলন সংগ্রামে শাহজাদপুর উপজেলা ও পৌর ছাত্রদল রাজপথের লড়াকু সৈনিক হয়ে লড়াই করে স্বৈরাচারী শেখ হাসিনার পতন তরান্বিত করেছে। ছাত্রদলের কর্মীদের শরীরের এক বিন্দু রক্ত থাকতেও অনৈতিক কাজে জড়িত বিএনপি নেতাদের অবৈধ ব্যবসা বন্ধ করা হবে।