মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌছে দিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে আইএফআইসি পিএলসি এর ১৮৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় জগন্নাথপুর পৌর শহরের টি এ্যান্ড টি রোডের মোজাফ্ফর মার্কেটের ২য় তলায় ব্যাংকের জগন্নাথপুর উপজেলা শাখা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্ধোধন করেন আই এফ আইসি ব্যাংক অব বাংলাদেশ পিএলসি ডিএমডি এন্ড চিফ অফ ব্রাঞ্চ বিজনেস রফিকুল ইসলাম, আই এফ আইসি ব্যাংক অব বাংলাদেশ পিএলসি
সিলেট আঞ্চলিক প্রধান এম এ কাইয়ুম চৌধুরী,এর সভাপতিত্বে
এ উপলক্ষে ব্যাংকের জগন্নাথপুর উপজেলা শাখার ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টু ও ব্যাংক কর্মকর্তা পরিচালনায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আই এফ আইসি ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ডিএস ডি এন্ড চিফ অফ ব্রাঞ্চ বিজনেস প্রধান রফিকুর ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন, বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমদ প্রেসক্লাব সদস্য জগন্নাথপুর বাজার ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে বলেন, আইএফআইসি ব্যাংক একটি গণমানুষের ব্যাংক।দেশের প্রতিটি এলাকায় এর শাখা রয়েছে। এই ব্যাংকের সেবার মানও আধুনিক। অন্যান্য ব্যাংকের তুলনায় সর্বোচ্চ সেবা দিয়ে এই ব্যাংকের কার্যক্রম এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকি ইকড়ছই মাদ্রাসা, মোনাজাত করেন রসুলগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব বদরুদ্দীন আল আমিন।