আলমডাঙ্গা প্রতিনিধিঃ আলমডাঙ্গায় অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা আলমডাঙ্গা উপজেলা শাখা। ২৮ ডিসেম্বর শনিবার বেলা ১১টা থেকে আলমডাঙ্গা মাছ বাজার সংলগ্ন শাখা অফিসে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ লিয়াকত ও অধ্যক্ষ আব্দুল লতিফ, মানবাধিকার সংস্থার সভাপতি আল-আমিন হোসেন, নির্বাহী সভাপতি সাইদ মোহাম্মদ হিরন, সহ সভাপতি মানোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিব রনি, সাংগঠিন সচিব মোস্তাফিজুর রহমান, উপ সাংগঠনিক সচিব, রাশেদুল ইসলাম,সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব অ্যাডঃ ইকরামুল হক,উপ সচিব লিমন রনি, নারী ও শিশু বিষয়ক সচিব শুরভী শরিফা, উপ সচিব, জান্নাতুল ফেরদৌস, সমাজ কল্যান সচিব হুমায়ুন, উপ প্রশিক্ষণ সচিব, মিনারুল ইসলাম, মাদক ও নিরাময় বিষয়ক সচিব সাদ্দাম হোসেন, সদস্য বকুল হোসেন,শারাফাত রাসেল, হোসেন আলী, জাহিদ, মুক্তার।
বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় শীতের সময় শীত বেশি পড়ে এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি, সমাজের বিভিন্ন সংস্থা, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠানের এগিয়ে আসলে দুস্থ ও অসহায় ব্যক্তিগন সামান্যতম হলেও কিছুটা শীত নিবারণ হবে।তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।
এদিকে সংস্থার সভাপতি আল-আমিন হোসেন বলেন, একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমরা অফিস থেকে আনুষ্ঠানিক ভাবে দেওয়ার পর উপজেলা ব্যাপী দুস্থ, প্যারালাইসিস, বৃদ্ধ, পাগল এমন সব ব্যক্তিদের লিস্ট
মানবাধিকার কর্মীদের দ্বারা করা হয়েছে।আনুষ্ঠিকতা শেষে তাদের স্ব স্ব স্থানে মানবাধিকার কর্মীদের দ্বার পৌছিয়ে দেওয়া হবে। আমি মনে করি আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করা প্রয়োজন।