আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিহাটের শিক্ষাবিদ হাজী তসলিম উদ্দিন-এঁর মৃত্যুতে শোক সভা ও "সর্বশ্রেষ্ট জয়িতা" নাসিমা বানুকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট জেলা শহরের নামাটারী এলাকায় মরহুমের বাড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ। মরহুমের স্ত্রী নাসিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রভাষক আনোয়ারুল ইসলাম শামিম, এ্যাডভোকেট ইমাম রোজীন, সহকারি অধ্যাপক তৌহিদা তসলিম আইভি, সহকারি অধ্যাপক তারানা তসলিম ঝর্না, এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য দেন।
একই সভায় মরহুম শিক্ষাবিদ হাজী তসলিম উদ্দিনের হাতে গড়া প্রতিষ্ঠান সেন্টার ফর এগ্রিকালচার এন্ড সোসিও-ইকোনমিক এ্যাডভান্সমেন্টস (চাষা) প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা মরহুমে ছেলে ডক্টর তালাত নাসিমের সহায়তায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।