নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর বাজারসহ আশপাশের বাজারগুলোতে সবজির দাম কমতে শুরু করেছে। দীর্ঘদিনের সবজির উচ্চমূল্যে বিপাকে থাকা সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে । স্বল্প মূল্যে আলুসহ বিভিন্ন প্রকার সবজি কিনতে পেরে ক্রেতাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
রোববার (২৯ডিসেম্বর) উপজেলা সদরের নাসিরনগর বাজার ঘুরে দেখা যায়,দেশি নতুন আলু খুচরা বাজারে প্রতি কেজি ৪৫ – ৫০ টাকা, সাদা আলু খুচরায় ৪০ টাকা , ভালো মানের বেগুন খুচরা বাজারে প্রতি কেজি ৩০টাকা থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। শিম প্রতি কেজি খুচরায় ৩০ টাকা, ৩৫টাকা ও ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গাজর খুচরায় ৫০টাকা থেকে ৫৫ টাকা। বাঁধাকপি এবং ফুলকপি প্রতি পিস ১৫ টাকা, ২০টাকা থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। টমেটোর দাম প্রতি কেজি খুচরায় ৫০ টাকা এবং কাঁচা টমেটো ২৫ থেকে ৩০ টাকা। কাঁচা মরিচ প্রতি কেজি খুচরায় ৬০ টাকা থেকে ৭০ টাকা। মূলা জোড়া ১০ টাকা থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।নাসিরনগর বাজারের কাঁচামাল বিক্রেতা মো. শাহজাহান মিয়া জানান, সবজির সরবরাহ বাড়ার ফলে বাজারে দাম কমতে শুরু করেছে।নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের ক্রেতা এমরান উল্লাহ ভূঁইয়া বলেন, ‘আগের চেয়ে সবজির দাম অনেক কমেছে, যা দেখে খুব খুশি লাগছে।’ সবজির দাম কমায় বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। বিক্রেতারাও সন্তুষ্ট, কারণ বিক্রি আগের তুলনায় ভালো হচ্ছে। বাজারে এভাবে দাম সহনীয় থাকলে সাধারণ মানুষের জন্য এটি হবে বড় ধরনের স্বস্তির বিষয়।