ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় ধান কাটতে বাঁধা দেখায় লিয়াকত হোসেন লিকুর ও তার সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলা নারী সহ তিনজন আহত হয়েছেন।
অভিযোগে জানা যায়,গতকাল রোববার(২৯ ডিসেম্বর ) সকালে নলছিটি পৌরসভার মল্লিকপুর গ্রামের চিহ্নিত ভূমি দস্যু মো: লিয়াকত হোসেন লিকু( ৫০) পাশ্ববর্তী খাজুরিয়া গ্রামের আ:রব হাওলাদারের পৈতৃক সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজ পত্র তৈরী করে খাজুরিয় মৌজার আ: রবের রোপন কৃত পাকা ধান কাটতে যায়।এতে জমির মালিক বাঁধা দিলে ভূমি দস্যু সন্ত্রাসীদের গর্ড ফাদার লিয়াকত হোসেন লিকু, তার পুত্র অন্তত আলী,ভাই মো. মিঠু(৪৫), ভাগনে রমিচ ও নান্দিকাঠি গ্রামের মো. বাবুল গাজী সহ ১০/১২ জন অতর্কিত হামলা চালায়। এতে আ: রব হাওলাদার (৮৫), তার স্ত্রী আলেয়া বেগম (৬৫) পুত্র মো. রাজা হাওলাদার (৩০) ও রাজার স্ত্রী মাছুমা বেগম আহত হয়েছেন। এ দিকে লিকু ও তার ছেলে অন্তর ও ভাগিনা রমিচ রামদা ও দাও দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাজা ও তার মা আলেয়াকে গুপিয়ে গুরুতর জখম করেন। দু’জনার অবস্থা আশংকা জনক দেখা দিলে তাঁদেরকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নলছিটি থানায় কোন মামলা রেকর্ড হয়নি।অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের স্বাক্ষাতকার নেয়া সম্ভব হয়নি।
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।