বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর কাজী ফয়সাল ফারুক ,বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী( এল জিইডি) হাসনাইন আহমেদ,বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার, বাকেরগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু জাফর হাওলাদার, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।