কামরুল ইসলাম
শুধু লোহাগাড়া নয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিকে সুসংগঠিত করে বিএনপি কে শক্তিশালী করতে, মাঠ পযায়ে অক্লান্ত পরিশ্রম করে, রাতদিন চোখের ঘুম হারাম করে, মাঠ গুছিয়ে নিচ্ছে নাজমুল মোস্তফা আমিন , আমাদের চট্টগ্রাম জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রিয় অভিভাবক সাবেক পচার ও প্রকাশনা সম্পাদক লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন। উনার বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য নিতে গিয়ে জানাযায় সংসারকে এবং ব্যবসা প্রতিষ্ঠান কে যতটুকু সময় দিচ্ছেন না তার চেয়ে অধিকতর সময় দিচ্ছেন দল কে একজন নেতা দলের ও কর্মীদের কতটুকু ভালবাসলে রাতদিন পরিশ্রম এবং নির্ঘুম রাত কাটিয়ে কাজ করে। আজ যদি ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে, ইউনিয়নে যদি প্রতিটা নেতা নাজমুল মোস্তফা আমিন হত তাহলে আজ সংঘটনের অবস্থা এতটা কাহিল হতনা। প্রতিটা স্থানে স্থানে ঘরে ঘরে নাজমুল মোস্তফা আমিন সৃষ্টি করতে রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা ও লোহাগাড়া উপজেলা বিএনপির অভিভাবক নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন সামনে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কঠিন সময় আসছে নমিনেশন কে পাবে না পাবে সেইটা বড় কথা নয় দলকে সুসংগঠিত করা হচ্ছে মুল কথা। যেই নমিনেশন পাকনা কেন আমাদের এই লোহাগাড়া সাতকানিয়া ১৫ সংসদীয় আসনকে অবশ্যই বিএনপির চেয়ারপার্সন জননেত্রী মানবতার মা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার উন্নয়ন মুখি কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে হবে আমি দল থেকে কি পেলাম সেইটা বড় কথা নয় আমি দলকে কি দিয়েছি সেইটা বড় কথা। নাজমুল মোস্তফা আমিন আরও বলেন আসুন আমরা সব বিভেদ ভুলে গিয়ে বুকে বুক মিলিয়ে দলকে নির্বাচনের পূর্বে সুসংগঠিত করে এই ১৫ সংসদীয় আসনটি বেগম খালেদা জিয়া কে উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করি আল্লাহ আমাদের মনে প্রাণে জিয়ার আর্দশ সৃষ্টি করুক আমিন চুমা আমিন ।
সুধু তাই নয় দলের মাঠ পযায়ে সংস্কারের ভূমিকা রেখে যাচ্ছেন নাজমুল মোস্তফা আমিন অতুলনীয় সুবহানাল্লাহ।