বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা :
"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর)পৌরসভার আয়োজনে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাকেরগঞ্জ পৌর প্রশাসক রুমানা আফরোজ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম , পৌর নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহর,বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান,পৌর হিসাব রক্ষন কর্মকর্তা ইফতেখার উদ্দিন, পৌর হিসাব রক্ষক আব্দুস সালাম মল্লিক, ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান সহ পৌরসভা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।