রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকের মামলায় সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ ।
মমিনুল নামে এক সাংবাদিক কে গতকাল (রবিবার ২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উলিপুর গরুহাটি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । মমিনুল ইসলাম দৈনিক যায়যায় দিন পত্রিকার উলিপুর উপজেলা প্রতিনিধি ।
একাধিক সূত্রে জানা যায়, মমিনুল উলিপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য পরিচয় দিয়ে এবং দৈনিক যায়যায় দিন পত্রিকার উলিপুর প্রতিনিধি পরিচয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জনের কাছে চাঁদা দাবী করে আসছিলেন।
এই ধারাবাহিকতায় গত ১০/১০/২০২৪ খ্রি. তারিখে সকাল ১০টার সময় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পেশাগত কাজে উলিপুর শহীদ মিনারের সামনে গেলে মমিনুল ও তার সঙ্গীয় অজ্ঞাতনামা ৭/৮ জন পূর্ব পরিকল্পিত ভাবে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীনের নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবী করে। মমিনুলের দাবি কৃত উক্ত চাঁদার টাকা শাহীন দিতে অস্বীকার করলে মমিনুলের হুকুমে অজ্ঞাত ওই ব্যক্তিরা সাংবাদিক পেশায় ব্যবহৃত একটি সনি ভিডিও ক্যামেরা, পরিচিতি কার্ড, এশিয়ান টিভির ব্যবহৃত লগো, ট্রাইপড, লাইভ প্রোগ্রাম সম্প্রচার ক্যাবল ছিনিয়ে নিয়ে মারপিট করে। এ ঘটনায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন বাদী হয়ে উলিপুর থানায় একটি এজাহার দাখিল করলে ঘটনা তদন্তপূর্বক ২ নভেম্বর ২৪ তারিখে উলিপুর থানায় একটি মামলা রুজু হয়। মামলা দায়েরের পর দীর্ঘ দিন মমিনুল ইসলাম পলাতক থাকায় থানা পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিল্লুর রহমান বলেন, বিশেষ অভিযানে (রবিবার ২৮ ডিসেম্বর) উলিপুর গরুহাটি থেকে মমিনুল ইসলাম কে গ্রেফতার করে পুলিশ । এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন এর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।