মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
২৮/১২/২০২৪ইং তারিখ রোজ শনিবার সন্ধ্যা ৬.০০ টায় খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দিতা না থাকায় সভাপতি পদে এ্যাড, মোঃ জিনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজাদুল হক আজাদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সর্বমোট ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করে খুসাস প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাচন কমিশনার স.ম হাফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শেখ আবু আসলাম বাবু ও প্রধান উপদেষ্টা শেখ মনিরুজ্জামান লাভলু।
১। সৈয়দ আলী হাকিম, সিনিয়র সহ সভাপতি ২। কামরুল হাসান মৃধা, সহ সভাপতি ৩। শাহানা বেগম, সহ সভাপতি ৪। কাওসারী জাহান মঞ্জু, সহ সাধারণ সম্পাদক ৫। গোলাম রসুল খোকন, কোষাধ্যক্ষ ৬। ইব্রাহীম মনির, সাংগঠনিক সম্পাদক ৭। এম এম হাসান, দপ্তর সম্পাদক ৮। সেলিনা ইসলাম, মহিলা সম্পাদক ৯। তারিকুল ইসলাম সুমন, সাহিত্য সম্পাদক ১০। মিনা রবিউল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১১। সুলতানা আক্তার সেতু, সমাজকল্যান সম্পাদক ১২। ডাঃ শরিফুল আলম, সাংস্কৃতিক সম্পাদক ১৩। এম এম নজরুল ইসলাম, পাঠাগার সম্পাদক ১৪। এ জি রানা, কার্যনির্বাহী সদস্য ১৫। সাঈদা পারভীন, কার্যনির্বাহী সদস্য ১৬। শিরিন আফরোজ রানী, কার্যনির্বাহী সদস্য ১৭। অধ্যাপক হুমায়ুন কবির, কার্যনির্বাহী সদস্য ১৮। বিউটি মারিয়াম, কার্যনির্বাহী সদস্য ১৯। দিলরুবা ইয়াসমিন কলি, কার্যনির্বাহী সদস্য, প্রমুখ।