মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। 'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই' স্লোগানে আজ বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর নির্দেশনায় জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে এসে শেষ শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার
কে এম মামুন খান চিশতী, সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার সরকার,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।
এ সময় সভাপতি সরকার প্রণীত আগামী ৫১ দিন যে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেগুলো তরুণদেরসহ সর্বস্তরের জনগণ নিয়ে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।