পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা। চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিলো স্বাধীন বাংলাদেশ। ৩০ তারিখ বিকেলে পাথরঘাটা কেন্দ্রীয় শহিদ মিনারে চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সংগঠনটির সদস্যরা৷
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও সমাজসেবক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এরফান আহমেদ সোয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট এবং সংগঠনটির অন্যতম উপদেষ্টা শফিকুল ইসলাম খোকন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সেচ্ছাসেবক এবং সংগঠনটির উপদেষ্টা মেহেদী সিকদার। অনুষ্ঠানের অতিথিগণই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন। এসময় সংগঠনটির সকল সদস্য উপস্থিত ছিলেন৷
পুরষ্কার বিতরণীর প্রধান অতিথি এরফান আহমেদ সোয়েন বলেন, ” এই প্রতিযোগিতার মাধ্যমে সদস্যদের মেধার বিকাশ ঘটবে। তাদের প্রতিভাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে এমন আয়োজনের মাধ্যমে।” চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে নুসরাত জাহান নিসা। ২য় স্থান অধিকার করে মেহজাবীন নিধি এবং ৩য় স্থান অধিকার করে ফারিহা মেহেরীন নোহা। পুরষ্কার বিতরণীর অতিথিগণ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।