আজ ৩০শে ডিসেম্বর সোমবার, পূর্ব মেদিনীপুর জেলার, তমলুকে ধর্মীয় অনুষ্ঠানের শুভেন্দু অধিকারী, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দেশখালীর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন।
শহীদ মাতঙ্গিনী ব্লকের নারান দাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে আসেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মন্দিরের মধ্যে আরতি এবং কীর্তন করতে দেখা যায় শুভেন্দু অধিকারী কে, এবং প্রসাদও বিতরণ করতে দেখা যায়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এতদিন সন্দেশখালী যাননি কেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর মানুষ মুখ ফিরিয়েছে , যখন সন্দেশখালীতে জমি লুট হয়েছিল , শারিরীক নির্যাতিত হয়েছিল, একজন মহিলা হয়ে সেই দিন যা কাজ করার কথা ছিল করেননি, উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করেছিলেন, বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করবে,
সুজয় মন্ডলের তৃণমূলে যোগদান নিয়ে বলেন, উনি তো অনেকদিন ধরেই তৃণমূল করেন, গত পাঁচ দিন আগে আমাকে মেসেজ করেছিলেন আমার কাছে গোছানো আছে, আমাকে বাধ্য করছে আবার তৃণমূলে ঢুকানোর
নন্দীগ্রামে বোমা উদ্ধার নিয়ে বলেন, আমাদের নেত্রী মামনি জানাকে ভয় দেখানোর চেষ্টা করছে, উনি এই সবে ভয় পান না ।
এছাড়াও তিনি বলেন, কাঁথি কন্টাই সমবায় নিয়ে কোর্টে যাওয়ার প্রশ্নের উত্তরে বলেন, বিজেপি ভোটে লড়েন, যেভাবে ভোট লুট হয়েছে, দেখবেন এই ভোটটা অবৈধ ,ভোটটা বাতিল হবে , এটা আপনাদের বলতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আছে।।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , পশ্চিমবঙ্গ