মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ৩১/১২/২০২৪ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সনামধন্য সকলের পরিচিত প্রতিষ্ঠান হাজী নুরুল ইসলাম ডিজিটাল ক্যাডেট একাডেমি কেজি স্কুলে প্লে শ্রেনি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার প্রান্তিক মূল্যয়ন ফলাফল প্রকাশ এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩১/১২/২০২৪ ইং এদিনে অএ প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে
একই সাথে একই সময়ে হাজী নুরুল ইসলাম ডিজিটাল ক্যাডেট একাডেমি প্রতিষ্টানটিতে নবাগত পরিচালকের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সংবর্ধিত ও নবাগত পরিচালক জনাব : আলহাজ্ব মো:- রওশন আলী সাবেক সহকারী গনিত শিক্ষক গাঁড়াদাহ বালিকা উচ্চ বিদ্যালয় । মাষ্টার ট্রেইনার ( আইসিটি ) UITRCE , ব্যানবেইস , শাহজাদপুর শিক্ষা মন্ত্রনালয় , বাংলাদেশ । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মো: মানিক সরদার
উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের সন্মানিত ম্যানেজিং কমিটির সদস্য মো: আব্দুল মতিন , সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ আরো উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের সন্মানিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অএ প্রতিষ্ঠানের শিক্ষক মো: জসিম উদ্দিন , আলোচনা করেছেন অএ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা মোছা: রওশনারা খাতুন , আলোচনা করেছেন অএ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাজী মো : রুহুল আমিন রাজা , আলোচনা করেছেন অএ প্রতিষ্ঠানের নবাগত পরিচালক মহোদয় আলহাজ্ব হাজী মো : রওশন আলী (বিএসসি) প্রতিষ্ঠানের সন্মানিত সভাপতি মহোদয় মো: মানিক সরদার অভিভাবকদের সামনে অত্যান্ত ঞ্জানগড়িমাপূর্ণ আলোচনা করেছেন। নবাগত পরিচালক মহোদয় আলহাজ্ব হাজী মো : রওশন আলী (বিএসসি) প্রকাশ করেছেন সকলের সহযোগীতায় গড়ে উঠেছে গাড়াদাহ ঈদগাহ মাঠ সংলগ্ন হাজী নুরুল ইসলাম ডিজিটাল ক্যাডেট একাডেমি। উক্ত অনুষ্ঠানে ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণের মাধ্যমে এবং সভাপতি মহোদয় এর সমাপনী বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেছেন।