মোঃনাজমুল মোরেলগঞ্জঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮০ জন তরুণ-তরুণীকে জলবায়ু সুরক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিল ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতো ১২ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত “বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট একশন ২.O” প্রকল্পের আওতায় ৩টি এলাকায় ৬ ধাপে এই কর্মশালা পরিচালিত হয়। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন ও প্রশমনের কৌশল এবং টেকসই উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,অ্যাকশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার পার্টনারশিপ এবং প্রোগ্রাম মো. আরিফ সিদ্দিকী এবং অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপাইরেটর সিদরাতুল মুনতাহাসহ অন্যান্য প্রমূখ।প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা তৈরি করেন এবং প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সম্পদ ব্যবহারে জনসম্পৃক্ততার মাধ্যমে তরুণরা নেতৃত্বে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।