নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধ :
পিরোজপুরের নেছারাবাদে কর্মরত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে গঠিত ফারিয়ার (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ আন্তরিক সমর্থনে মো. কাজী আক্কাস কে আহ্বায়ক ও মো.আব্দুর রহিমকে সদস্য সচিব নির্বাচিত করেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো.মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, আমান উল্লাহ, সদস্য রাকিবুল ইসলাম রানা শাহাবুদ্দিন চিন্ময় মিস্ত্রি হাসান শিকদার তৌহিদুল ইসলাম নুরুজ্জামান স্বপন মামুন রোকনুজ্জামান রোকন।
নেছারাবাদে দীর্ঘ বছর ফারিয়ার অবৈধ কমিটির দখল দারিত্ব ভেঙ্গে যোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয় এবং বর্তমান আহবায়ক কাজী আক্কাস উপস্থিত সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন কোন ধরনের অবৈধ পন্থা অবলম্ভন করে নেছারাবাদে চাকরি করা যাবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে ডাক্তারদের ভিজিট দিয়ে সরে যেতে হবে।
সদস্য সচিব আব্দুর রহিম বলেন যে সকল কাজে রুগী বিরক্ত বোধ করে সে ধরনের কোন কার্যকলাপ কারো দ্বারা সৃষ্টি হলে সে কোম্পানী এবং প্রতিনিধি নেছারাবাদ থেকে বিতারিত করা হবে বলে জোরালো হুশিয়ারি দেন তিনি আরও বলেন, অচিরেই সকলের প্রত্যক্ষ উপস্থিতিতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে ।