দেশ ও প্রবাসী
উসকল বন্ধু -বান্ধব সহযোদ্ধা
দের জানাই ২০২৫ এর শুভেচছা।
দেখতে দেখতে আমরা বিদায় জানিয়েছি অনেক ঘটনাবহুল ২০২৪ সালকে।
বিশ্বস্ততার তরী বেয়ে মন জিতে নিলে
যান্ত্রিক শহরে শত সহস্র মানুষের ভীড়ে
স্বপ্নগুলো আকাশ ছুঁলো শান্ত নীলে।
অবশেষে হ্যাঁ সূচক শব্দটা বলতে হলো সম্মতিতে ২০২৫ ফিরে এলো
অপেক্ষার পালা শেষে আবার আসলো সেই ক্ষণ- ২০২৫ সন।
হাতে হাত রেখে চললো স্বপ্ন বুনন।
একটু ছোঁয়া একটু কথায় সবটা দিলে ভরিয়ে
শিরোনামহীন সম্পর্ক বাঁধা পড়লো মায়ার টানে,
এক নিমিষেই স্বপ্ন হলো রঙিন।
মন রাঙিয়ে
সুর তুলেছে জীবনবীণা সারাবেলার গানে ২০২৫ লেগেছে মোর প্রানে।
গুনগুন গুঞ্জরণে প্রজাপতি মন উড়ছে ফুলে ফুলে
ভাসছি যেনো সুখের দোলায় ময়ূর পেখম মেলে ২০২৫ এলো।
আমাদের মাঝে পড়ে রবে কিছু আনন্দ বেদনার,কিছু পাওয়া না পাওয়ার এবং কিছু প্রাপ্তি ও হারানোর স্মৃতি।
হয়তো ক্ষানিকের মধ্যে এসব কিছুই ভুলে নতুন পথের ঠিকানায় ব্যস্ত হয়ে পড়বো।
কোনো কিছুই থেমে থাকবে না।
এটাই জীবনের বাস্তবতা।সকল বন্ধুদের জানাই ২০২৫ এর প্রথম সকালের একরাশ শুভেচ্ছা।
সেই সাথে
( Happy New Year 2025)