মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি রুহুল আমিনের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফুর রহমান দুলাল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর পেশাজীবি থানা আমীর এডভোকেট ইয়াসিন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লাহ, পটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রাহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, পাইলগাঁও ইউনিয়ন জামাতের সেক্রেটারি আহমদ হোসেন আকমল, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি সোহেল আহমদ, শ্রমিক নেতা মাওলানা রবিউল ইসলাম, শ্রমিক নেতা শাহআলম, পাইলগাঁও ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি শাহিনুল হক, শ্রমিক কল্যাণের আশারকান্দি ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
এদিকে প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফুর রহমান দুলাল ২০২৫-২০২৬ সেশনের জন্য দেলোয়ার হোসেনকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২৭ সদ্যসের কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান, উসমান আলী, জসীম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, আজিজুল ইসলাম, আবুবকর সিদ্দিক, নূর উদ্দিন লিটন, সৈয়দ মুজাফ্ফর আলী, কোষাধ্যক্ষ মাওলান মাইন উদ্দিন প্রধান, সহ কোষাধ্যক্ষ সুহেল আহমেদ, প্রচার সম্পাদক সাইনুল হক, দুখু হোসাইন, সুমন রানা, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক সাকিল আহমেদ, সহ সাহিত্য সম্পাদক ফুজাইল আহমেদ, ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান শুভ, সহ ক্রীড়া সম্পাদক মুছনু আহমেদ, আলী আকবর, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, আলী আকবর, জসিম উদ্দিন, সুজন মিয়া সদস্য মাওলানা সামসুল ইসলাম, কামাল আহমেদ, অন্তর হোসাইন।