আজ ৩১শে ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ এর বিদায় ও শেষ মূহুর্ত, ২০২৫ এর শুরু কয়েক ঘণ্টা পরেই, মেতে উঠেছে কলকাতা সহ সারাদেশের মানুষ, সবাই এক শুরে বলে উঠবে Happy New year 2025.
একটি বছর সকল ধর্মের মানুষ দুঃখ কষ্ট কে মাথায় নিয়ে এবং ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, কিছু কষ্ট কিছুটা আনন্দ দিয়ে দিন গুলি কাটিয়েছেন, অনেকেই হয়তো তাদের পরিবারকেও হারিয়েছেন, কিন্তু ২০২৪ কে আটকে রাখা যাবেনা,ধরে রাখাও যাবেনা, তাই ২০২৪ কে আমাদের বিদায় দিতে হবে।
তাই আজ আমরা বিভিন্ন রকম আনন্দের মধ্য দিয়ে ২০২৪ কে বিদায় জানাতেই মেতে উঠেছি কলকাতার রাস্তায়।, আহবান করে নেব ২০২৫ কে , আর প্রার্থনা জানাবো ২০২৫ যেন সবার ভালো যায়,
সন্ধ্যা থেকেই কলকাতার সমস্ত রাস্তায় মানুষের উল্লাস চোখে পড়ে, যেমন মেট্রোতে ভীড়, অন্যদিকে ছেলেমেয়ে থেকে শুরু করে পরিবারের মানুষজন, বিদায় বেলায় ভিড় জমিয়েছেন বিভিন্ন হোটেলে ,গঙ্গা বক্ষে, দর্শনীয় স্থানে, এমনকি চার্চের সামনে। এমনকি রেস্তোরায় রেস্তোরায়, রঙিন আলোর রচনায় ভেসে উঠেছে কলকাতা মহানগরী। আর কয়েক মুহূর্ত পরেই আকাশে বাতাসে ভেসে উঠবে রঙিন বাজির রসনায়, রংবেরঙের বাজি ফেটে উঠবে আকাশে।
পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করিয়ে দিচ্ছেন, কোনরকম যাতে দুর্ঘটনা না ঘটে, নির্দিষ্ট রাস্তা দিয়ে পারাপার হওয়ার, এবং কোনরকম অপ্রীতিকর ঘটনা কেউ যেন না ঘটায়, প্রশাসনের অফিসারেরা হিমশিম খাচ্ছেন দর্শকদের সামাল দিতে, বিকেল থেকেই পার্ক স্ট্রিট ,নিউমার্কেট, রবীন্দ্রসদন ময়দান সংলগ্ন যে সকল দোকান খোলা ছিল সেগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।, ভিড়ের চাপে যানবাহন ঘুরিয়ে দেয়া হচ্ছে, রাস্তার চতুর্দিকে সকাল থেকেই ব্যারিকেড দেওয়া শুরু হয় যাতে মানুষ ব্যারিকেডের মধ্য দিয়ে চলাচল করতে পারে। মোড়ে মোড়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা সতর্ক দৃষ্টিতে নজর রাখছেন। এমন কি বেশকিছু জায়গায় উঁচু মঞ্চ তৈরি করে তার উপর থেকে নজরদারি করছেন।।
২০২৪ এর শেষ এবং নতুন বছরের শুরুর প্রাক্কালে, ছেলেমেয়েরা গোলাপ ফুল কিনে একে অন্যকে গোলাপ বিনিময় করে আলিঙ্গন করে নিচ্ছেন। এবং হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানাচ্ছেন।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা, (পশ্চিমবঙ্গ)