বিশেষ প্রতিনিধি :
ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে র্যালী এবং আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরে পৌর ছাত্রদলের আয়োজনে দলের অস্থায়ী কার্যালয় থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে পৌর অডিটোরিয়ামে পৌর ছাত্রদলের আহবায়ক শারিয়াতুন নবী সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব জীবন হামিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, জেলা ছাত্রদলের সহ সভাপতি ইমরান আলী, উপজেলা ছাত্রদলের নেতা আলমগীর হোসেন সরকার, রবিউল ইসলাম রবি প্রমূখ।