আশরাফুল আলম রিপন মাগুরা জেলা প্রতিনিধি। বর্নিল শোভাযাত্রা ও কেককেটে মাগুরার কাদিরপাড়া ইউনিট ছাত্রদল গত বুধবার জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। বিএনপি যুবদল ছ্যত্রদল ও অংগসংগঠনের নেতাকর্মীর সদস্যরা নাকোল বাজারের ঘাসিয়ারা চার রাস্তার মোর থেকে শ্রীপুর রোড প্রদক্ষিণ শেষে র্যালীটি শেষ হয়ে ঘাসিয়ারার বিএনপি অফিসে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন মাগুরার শ্রীপুর উপজেলার মহিলা বিএনপির সভানেত্রী শাহানা ফেরদৌস হ্যাপি।শাহানা ফেরদৌস হ্যাপি কাদিরপাড়া ছাত্রদলের শুভ কামনা জানিয়ে বলেন ছাত্রদলের কর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা লেখাপড়ার পাশাপাশি সঠিকভাবে রাজনৈতিক অনুশীলন করে আগামির বাংলাদেশের অগ্রনায়ক হবে। ছাত্র দলের অন্যতম নেতা সায়াদ ইসলাম আলভী সভাপতির বক্তব্যে বলেন ছাত্রদলের রাজনীতি মানে হেলমেট বাহিনির গুন্ডামী নয়, আমাদের রাজনীতি উৎপাদনের রাজনীতি বিকাশের ও গনতান্ত্রিক সুখী শান্তিময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচালিত। শ্রীপুর ছাত্রদলের অন্যতম সদস্য সাদ্দাম হোসেন বলেন ছাত্রদলকে সকল অপশক্তি কে সঠিক গনতান্ত্রিক পথে মোকাবিলা করতে হবে। কাদিরপাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন লায়েব,তরিকুল ইসলাম কুবাদ, ইমাম উদ্দিন,রিপন মোল্লা, যুবদল নেতা রনি খান, ইমন খান,ইরান,ইবাদত, রানা, নয়ন সহ ২ শতাধিক অংগসংগঠনের নেতা সদস্যরা উপস্থিত ছিলেন।