মোঃ সুজন বেপারী – মুন্সীগঞ্জের শহরের দক্ষিন ইসলাম পুরের কৃতি সন্তান পৌর বিএনপি যুগ্ম আহবায়ক যুবদলের নেতা সাবেক সভাপতি নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানালেন সুলতান আহমেদ।
সুলতান আহমদ বলেন, প্রতিবছর যেমন প্রাপ্তি হয়, তেমন আবার কিছু জিনিস হারিয়েও যায় মানুষের জীবন থেকে। এই চাওয়া পাওয়ার মধ্যেই চলে আসে আরও একটি নতুন বছর। নতুন বছরকে মন থেকে স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ার পৌরবাসীকে পুরনো সময়ের মায়ায় বেঁধে না থেকে এগিয়ে চলো নতুনত্বের খোঁজে, তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার ২০২৫ সালের রাত শেষে নতুন ভোরের সূচনা হোক আনন্দময়, শুভেচ্ছা বার্তা।
মুন্সিগঞ্জ জেলার প্রধান কেন্দ্রীয় পৌর শহরের বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক যুবদলের নেতা পৌর সভাপতি সুলতান আহমেদ নতুন বছরের উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার অভিনন্দন।