মোঃরাজু মিয়া সোহাগ
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা পৌর শাখায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।এতে আশিকুজ্জামান আশিককে সভাপতি করে, সাধারণ সম্পাদক রাসেল খান ও সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ সহ ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিব হোসাইনের উপস্থিতিতে জলঢাকা উপজেলা কার্যালয়ে ১ জানুয়ারি ২০২৫ ইং বুধবার রাত ৮ টার সময় আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষনা করেন। কমিটি ঘোষণার সময় রাকিব হোসাইন নবগঠিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ও বলেন, ছাত্র অধিকার পরিষদের প্রতিটি নেতা কর্মী হবে নৈতিক শিক্ষায় শিক্ষিত, সমাজে সত্যকে প্রতিষ্ঠা করে ছাত্রদের অধিকার বাস্তবায়নের জন্য ছাত্র অধিকার পরিষদ ২০১৮ থেকে লড়াই করে এসেছে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এই সংগঠন ২৪ এর ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছে। আগামীতেও দেশ বিনির্মানে সকল দলমতের ঐক্য প্রতিষ্ঠা করতে অগ্রনী ভূমিকা পালন করবে।
উক্ত কমিটি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন গণঅধিকার পরিষদ জলঢাকা শাখার সভাপতি তাইজুল ইসলাম, সহ সভাপতি মতিউর রহমান ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবলু হোসেন এবং জলঢাকা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নুরুন্নবী ইসলাম নুর ও পৌর শাখার সাবেক সভাপতি মিল্লাত খান সহ অনেকেই।
নবগঠিত কমিটির সভাপতি আতিকুজ্জামান আশিক ও সাধারণ সম্পাদক রাসেল খান শপথ করেন, আগামীতে সুখি সমৃদ্ধ জলঢাকা গঠন ও ছাত্রদের অধিকার বাস্তবায়নে তারা সর্বদা সম্মুখ থেকে ভুমিকা পালন করবেন।