1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটা মালিকদের সাড়ে সাত লক্ষ টাকা জরিমানা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পলাশবাড়ী প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেয়াল উদ্বোধন নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ শিবচরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত অসহায় দারিদ্র মেহনতী মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি ঠিক করবে – ডঃ আব্দুল মঈন খান নাসিরনগরে বিএনপির বিশাল জনসভা বাগেরহাটে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা ধামইরহাটে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ শেরপুরের শ্রীবরর্দী মাদ্রাসার জমি জবর দখলের অভিযোগ নওগাঁ পৃথক অভিযানে নয় কেজি গাঁজা ও ৫০ পিস ফেন্সিডিলসহ দুই জন আটক

ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটা মালিকদের সাড়ে সাত লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ইটভাটা মালিকের ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী নিমতলা মেসার্স এম.এম ব্রিকস, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকস ও ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকস এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উক্ত তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় কোন বৈধ কাগজপত্র, ভ্যাট-ট্যাক্সের নথিপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় সদর উপজেলার ভাড়ুখালী নিমতলা এলাকার মেসার্স এম. এম ব্রিকসের মালিক আমিনুল হককে ৪ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
একইসাথে ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া, একই উপজেলার আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকসের মালিক কামরুল ইসলামকেও একই অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয় এবং ভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
এদিকে, ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকস এ অভিযান চালিয়ে ভাটা মালিক কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানে তৈরিকৃত কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়। একই সাথে বৈধ কাগজ পত্র না দেখানো পর্যন্ত উক্ত তিনটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি