ঝালকাঠি প্রতিনিধি: “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে মুক্ত আড্ডায় মিলিত হয়৷
মুক্ত আড্ডায় প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ ৷ মুক্ত আড্ডায় বক্তব্য রাখেন, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, সাংবাদিক আবু সায়েম আকন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাইমুর হায়দার সজীব, ইউনিয়ন সমাজকর্মী জাকির হোসেন ও তরিকুল ইসলাম সহ অনেকে ৷
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন, প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ৷
সামীর আল মাহমুদ
ঝালকাঠি।