গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আদিবাসী জনগোষ্ঠী ও জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর সময় উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিজয় ওড়াওয়ের সভাপতিত্বে উপজেলার হাটখোলা চত্বর থেকে টিয়েন্টির মোর হয়ে এক বিক্ষোভ মিছিল বের করে ভুক্তভোগীর পরিবার, আদিবাসী জনগোষ্ঠী ও জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দরা। এরপর উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন করেন তারা।
ধামইরহাট উপজেলা শাখা সমাজতান্ত্রিক দল বাসদের আহ্বায়ক দেবলাল ট্রুডু বলেন, ‘গত ২৫ ডিসেম্বর উপজেলার আগ্রাদ্বীগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর পরের দিন ভুক্তভোগী সীমা রানী ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেপ্তার না করে কালক্ষেপণ করে উদ্দেশ্যমূলকভাবে মামলাটি কোর্টে রেফার করেন।’
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত আইনুল ইসলাম, ‘নজরুল ইসলামসহ অন্যান্য আসামিরা কোর্ট থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ভুক্তভোগী সীমা রানীসহ তার পরিবারের লোকজনদের জীবন নাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় যারা সরাসরি এবং পরোক্ষভাবে জড়িত ছিল, তাদের সবাইকে সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।’
তাঁরা আরও বলেন, ‘আদিবাসীদের উপর সকল প্রকার বৈষম্য দূরীকরণসহ নিরাপত্তা নিশ্চিত করা না হলে এবং হামলা অব্যাহত রাখলে, আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে মানববন্ধনে ঘোষণা করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম বলেন, ‘পুলিশ মামলা নেয়নি, এটি পুরোপুরি মিথ্যা কথা। আমরা মামলা নিয়েছি। আসামিরা কোর্ট থেকে জামিনও নিয়েছে। যেহেতু মামলা হয়েছে সেহেতু এটি আদালতের বিষয়।’
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীন, জাতীয় আদিবাসী পরিষদ ধামইরহাট উপজেলা শাখার উপদেষ্টা রবিউল ট্রুডুসহ ভুক্তভোগীরা।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি