মোঃ নাজমুল মোরেলগঞ্জঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।দিবসের প্রথম প্রহরে একটি র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর আয়োজিত অনুষ্ঠানে ১২ জন দুঃস্থ যুবকের মধ্যে ১ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি, দুই প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার প্রদান, কল্যাণ রাষ্ট্র গঠন নিয়ে আড্ডা এবং একটি ওয়াকাথনের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান, শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, খাদ্য কর্মকর্তা দ্রুব মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, মহিলাদলের সভানেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাশরাফি আকিব, নাজমুল হাসান তাজিম এবং সাংবাদিক শেফালী আক্তার রাখি। বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিত্বরা এই কর্মসূচিতে অংশ নেন। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল,”নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার”কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ক আড্ডা অনুষ্ঠানে বক্তারা সমাজের অবহেলিত জনগণের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং স্থানীয় জনগণকে সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।