উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বছরের প্রথম শুরুত থেকেই নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন উপজেলার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। মেঘলা আকাশ আর কুয়াশার কারণে কোথাও কোথাও সূর্যের দেখা মিলছে না। ভোর রাত থেকে বৃষ্টির মতো পড়ে কুয়াশা। বিশেষ করে সূর্য ডোবার পর থেকে ঠান্ডার অনুভূতি বেড়ে যায় কয়েকগুণ। উত্তরের হাওয়া ও তীব্র শীত এবং ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবন নাকাল হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিঘ্ন ঘটছে যান চলাচল, বাড়ছে একের পর এক দুর্ঘটনার সংখ্যা। বিশেষ করে অব্যাহতভাবে উত্তরের বিভিন্ন জেলাতে রাস্তায় লোকজনের চলাচল একবারেই সীমিত। নিতান্ত প্রয়োজন কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষেরই কেবল দেখা মিলছে পথে-ঘাটে। এমনকি ভর দুপুরেও সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষ জন। আবার শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগে শিশুসহ বৃদ্ধরা নিউমোনিয়া শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। শীতজনিত রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে নওগাঁ আবহাওয়া পর্যবেক্ষণা গারের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন বলেন,গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা আজকে কিছুটা কম। — আকাশে হালকা মেঘ এবং বাতাস থাকার কারণে শীতের প্রকোপ বেশী। সামনের দিনগুলোতে শীত আরও বাড়িতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী তিন দিন ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। সেই দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়ে আরও তিনি বলেছেন, এদিনগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময়ও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।
এই সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে, রাজশাহী বিভাগে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনেও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। পরদিন শুক্রবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তবে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনেও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।