স্টাফ রিপোর্টার:মোঃইমরান।
বরিশাল জেলা আইনজীবী সমিতির কমিটি দখলে নিলেন বিএমপিপন্থি আইনজীবীরা। তারা সাধারণ আইনজীবীর ব্যানারে বিশেষ সভা করে গত ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন। সভায় বিলুপ্ত করা হয় ওই নির্বাচনে জয়ী আওয়ামী লীগপন্থি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কমিটি। নির্বাচিত কমিটি গত ১০ মাস ধরে জেলা আইনজীবী সমিতি পরিচালনা করে আসছিল।
বিএমপিপন্থি আইনজীবীদের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, সমিতির নতুন সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন। মির্জা রিয়াজ হয়েছেন সাধারণ সম্পাদক। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ন প্যানেলকে বিজয়ী ঘোষণা করে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।