আজ ২রা জানুয়ারী বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী বিএসএফ নিয়ে বিস্ফোরক মন্তব্য, সীমান্তে বিএসএফ অনুপবেশ ঘটাচ্ছে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। বিএসএফ কে শত্রু হিসেবে চিহ্নিত করেছে।
তিনি বলেন আগে বর্ডারে ৬০০ কিলোমিটার জমি দিন, সতেরটি চৌকির জন্য জমি হ্যান্ড ওভার করুন, ১১ টি ক্যাম্পের জমি দেননি, বিএসএফ কে কাজ করতে দেওয়া হয় না। আইন আছে তো দেশে, আইনে যাচ্ছে না কেন।
পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে Rally ও পথসভা থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তির পাল্টা জবাব দিলেন, তিনি বলেন বিজেপি কর্মীদের উপর মিথ্যে মামলা, বাংলাদেশে চিন্ময় প্রভুর জামিন নাকোচ এসবের প্রতিবাদে Rally ও পথসভা আজ করা হলো।
এই Rally তে প্রায় পাঁচ হাজারেরও বেশি কর্মী জমায়েত হয়ে ছিলেন। বিভিন্ন প্রতিবাদকে সামনে রেখেই আজকের এই পথসভা, অবিলমের চিন্ময় মহাপ্রভুকে মুক্তি দিতে হবে, এবং রাজ্যের মন্ত্রী কোনরকম ব্যবস্থা গ্রহণ করছেন না, উল্টে তিনি বিভিন্ন রকম মন্তব্য করছেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ